ওঁ চাঁদ !
আমি আকাশের দিকে অপলকে
তখনই আমার নজরে চাঁদ আসে,
আর রাত কে বলতে থাকি-
ধীরে ধীরে যাও ভোর হইওনা ।
আমার এ চাঁদ আমার হৃদয়ের নেশার রুপকার ।
তাই এ রাত শেষ হইওনা- ধীরে ধীরে যাও ।
এ এমন জীবন,
এমন দেখা চাঁদ
যা আমার প্রথম প্রেম- আমার পূর্নিমা।
তুমি শেষ হইওনা ,
তুমি যেওনা - আগামীর শ্যাম কালো চাঁদ শূন্য রাতে।
আমার নেত্র শূন্য কাব্যে পরিপূর্ণতা আসবে না , থাকবে না পূর্নিমা-
আমার এ আমাবশ্যার সাথে ।
ধীরে চল- এ রাত শেষ হইওনা ।
তোমার শূন্য স্থানে মুক্ত ঝিলিক অক্ষিগোলক,
তার নিজের খোলসে পূর্ণিমার বিবর্তনীয় –
কোকিলাবর্ণ এর নতুন রুপ তুমি হবে প্রাতে ।
ভুলে এমনটি করনা –
ও চাঁদ ! ও রাত !
তুমি ধীরে চল - শেষ হইও না ।