১।
... এক শহরে দেখা হোক...
তোমার আমার আবার এক শহরে দেখা হোক,
সন্ধ্যে নামুক
অন্ধকারে ঢেকে যাক পৃথিবী!
রাত বাড়ুক, মায়া বাড়ুক
ঘুম পালানোর অসুখ হোক দুজনার...
তারপর-
ব্যস্ততার দায় থেকে উঠে আসুক সময়।
কংক্রিটের শৃঙখল ভেঙে
মোমবাতির মৃদু হাসির ছায়ায় ভরে উঠুক
দুজনার বুক।
তোমার আমার আবার দেখা হোক...।
২।
...বিশেষ দিন মানে...
আমার কাছে তো বিশেষ দিন মানে
বিশেষ কবিতার বিশেষ লাইন
হাত পেছন রেখে লুকিয়ে আনা
একটা লাল টকটকে গোলাপ।
মিষ্টি হেসে সামনে এনে
বলে দেওয়া, মনে যত আছে আবেগ।
আমার কাছে বিশেষ দিন মানে
খুব যত্নে লিখা একটা চিঠি।
হাজারো এলোমেলো শব্দের বাঁকা অক্ষরে ভীড়ে
খোঁজে নেওয়া মধুরতম বাক্য
আমি তোমায় ভালোবাসি প্রিয়।
আমার কাছে বিশেষ দিন মানে সবার আশির্বাদ,
ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা।
আমার কাছে বিশেষ দিন মানে
সন্ধ্যেতে হাত ধরে মস্ত আকাশ দেখার বায়না রাখা
চাঁদ তারার অভিমান ভাঙানো গল্প শুনা।
আমার কাছে বিশেষ দিন মানে
শহরের কোলাহল ছেড়ে নির্জনতায় হারিয়ে যাওয়া
তারপর তোমার চুড়ির শব্দ
টিপের দ্যুতি আর তোমার হৃদয় গলানো হাসির মায়ায়
নিজেকে খোঁজা
আমার কাছে বিশেষ দিন মানে
আরো কম করে হলেও ১০০ বছর তোমায় নিয়ে বাঁচা।
আমার কাছে বিশেষ দিন মানে
তোমার খুশির বিশেষ মুহুর্ত।
আমার কাছে বিশেষ দিন মানে
তোমার কাছে আমি...
আর আমার কাছে তুমি।
আমার কাছে বিশেষ দিন মানে
পাখির সাথে সামিল হয়ে তোমায় নিয়ে মুক্ত ছায়ায়
আরো অনেকটা সময় উড়া...
৩।
..ভোলার মতো রাস্তা...
তোমাকে ভোলার মতো কোন
রাস্তা আমার জানা নেই!
তোমাকে ভোলার মতো এমন কোন রাস্তা পেলে,
আমি সে রাস্তার ধুলিবালি গায়ে মেখে শেষ অবধি হাটতাম।
হাটতে হাটতে ভুলতে থাকতাম
একটা তুমিময় বসন্ত।
ভুলতে থাকতাম
ত্রিশ ত্রিশ, ষাট টি গোলাপ
চুমুর একটা ছোট্ট হিসেব...
কুয়াশায় ভেজা রাস্তাতে ফেলা আসা পায়ের ছাপ।
হাটতে হাটতে ভুলতে থাকতাম
তোমার লিখা চিঠির উত্তর
স্বপ্ন ছোঁয়া রাতের কতক রুপালি গল্প
আস্তে আস্তে ভুলতে থাকতাম
কোন রঙের শাড়ি তোমার পছন্দ
কোন রঙের টিপ তোমার কপালে দ্যূতি ওড়াতো
তুমি হাটতে কিভাবে
চোখে কাজল পড়তে কি না
চশমা ছিলো কি না
কোন ফুলে ছোঁয়ায় তুমি শিশু হয়ে উঠতে।
হাটতে হাটতে আস্তে আস্তে ভুলতে থাকতাম
ঘামলে তোমায় কেমন লাগতো
বেনুনি করা চুল, খোপা না খোলা চুলে তুমি স্বস্তি পেতে
রাত জাগার পরদিন তুমি কেমন ছিলে।
সব আস্তে আস্তে ভুলতে থাকতাম...
এই ভুলতে থাকার রাস্তায় হাটতে হাটতে আমি
একটা সময় পর তোমাকে ভোলার সাথে সাথে
নিজেকেও ভুলে যেতাম...
৪।
...তোমাকে ভালোবাসি...
তোমাকে খুব ভালোবাসি।
তোমাকে এতোটায় ভালোবাসি যার কাছে মৃত্যুও কিছু না!
তুমি জানতে,
তুমি জানতে মৃত্যুতে আমার অনেক ভয়!
অথচ দেখো, তোমায় ভালোবাসি আর অমনি
মৃত্যু কত সহজ হয়ে গেছে!
আমি পারবো না,
আমি পারবো না বাঁচতে!
আমি তোমায় ভালো না বেসে বাঁচতেও চাই না!