র.আমিন-র একক কবিতা

র.আমিন-র একক  কবিতা

১।

...আরেক বনলতা... 

ফাগুন সকালে সোনালি আভায়,

ছড়িয়ে পড়া কেশ বিন্যাস ;

শিশিরে ভেজা মেঠোপথ, 

মোরে বিপ্লবী করে ;

বিংশ শতাব্দীর কবিতা তুমি কোন এক অবসরে ।

হতে চাই আমি জীবনানন্দ ;

দারুচিনি দ্বীপের ভেতর - 

এ বিষণ্ণ বাঙলাকে দেখবো ;

মুখ তার শ্রাবস্তির কারুকার্য,

নাবিকের ক্লান্ত চোখে - 

লাউয়ের ডগা-নকশীকাঁথা, 

বাঁশবাগানের কিচিরমিচির ;  

অপুর পথের পাঁচালী কোন এক বসন্তে ।

হৃদয়ে দেখি ক্ষুধাক্লিষ্ট পৃথিবীর ছবি ;

বালিকার সুপ্ত চোখে -

যেন তুমি

তেরেসা মাদারের উত্তরসুরি ;

কোমল অনামিকা 

বঙ্গদেশের উৎসর্গে রেখেছো সযতনে । 

কোলাহল ছেড়ে কোন অচেনা লোকালয়ে,  

হয়তো আরেক বনলতা-এর মতো বলবে- 

‘এতদিন কোথায় ছিলেন’ ।

২।


Jane Smith

Itaque quidem optio quia voluptatibus dolorem dolor. Modi eum sed possimus accusantium. Quas repellat voluptatem officia numquam sint aspernatur voluptas. Esse et accusantium ut unde voluptas.