দুঃখ বিলাস
রবীন্দ্রনাথ ব্যানার্জী
যতই ঐশ্বর্য্য থাকুক,যতই থাকুক সুখ,
কিছু কিছু মানুষের কখনোই যায় না দুখ।
সদা সর্বদা দেখায় তাদের বিষাদে ভরা মুখ,
হু হু করে কাঁদে হৃদয় সিক্ত করে বুক।
কীসের আছে অতৃপ্তি হৃদয়খানা জুড়ে,
অমানিশার অন্ধ আবেশ দেয় যে তারে মুড়ে।
ব্যর্থ কী সব অন্ধ আবেগ খায় যে তারে কুরে।
কীসের মোহে দিনে রাতে সদা মরে ঘুরে।
সদাই ভাবে তার কিছু নাই,আঃ কত দুখ!
যন্ত্রনাতে জর্জরিত আসুখে ক্লিষ্ট মূক।
এই মানুষদের চেনা কিন্তু সত্যি খুব ভার,
সর্বদা যে গৃহে থাকে রুদ্ধ তার দ্বার।
দুঃখে তারা সুখ খুঁজে পায় দুঃখ ভালোবেসে,
ভোগের বেলায় সবার আগে,রয় না কারো শেষে।
দুঃখ দুঃখ খেলা করা তাদের খুব যে নেশা,
এই বেশেতে পায় যে তারা সহানুভূতির দিশা।
ছলনা করে লুকায় যারা সত্যিকারের সুখ,
দুঃখ বিলাসী বিকৃতমনা মনেরই অসুখ।