আদর্শ বিবাহ
যদি না পাও তুমি আদর্শ নারী
তোমার জীবন হবে ভীষণ ভারী
পাবে না জীবনে সুখের সন্ধান
হবে না কোনদিন নিবিড় বন্ধন।
হবে না তুমি কিন্তু সৎ ছেলের বাবা
পাবে না সংসারে প্রাপ্য বাহবা।
সারাদিন কষ্ট করে দিনের শেষে
চিত্ত হবে না স্থির তোমায় ভালোবাসে
যদি তুমি আদর্শ নারী চাও
প্রকাশ্য গোপনে প্রভুকে ভয় পাও।
করিও না কারো সাথে কভু ব্যভিচার
দিও না পরস্ত্রীর প্রতি পাপের নজর,
রাস্তায় সুন্দরীর প্রতি থেক না চেয়ে
যৌবনে পাপের ভার চলো না বয়ে। মনকে দৃঢ় কর, দৃষ্টি কর নীচু
ছাত্র জীবনে নিও না কারো পিছু
তুমি যদি সৎ পথে স্থির থাক ভাই
তোমার সংসারে তবে কোন কষ্ট নেই।
তুমি যেমন তেমনি পাবে তোমার সঙ্গীনি
এটাই সত্য কথা মহান ইসলামের বাণী।।