আশীকুর রহমান ওলী -এর গুচ্ছ কবিতা

 আশীকুর রহমান ওলী -এর গুচ্ছ কবিতা

.১।

 আদর্শ বিবাহ        

যদি না পাও তুমি আদর্শ নারী

তোমার জীবন হবে ভীষণ ভারী

পাবে না জীবনে সুখের সন্ধান

হবে না কোনদিন নিবিড় বন্ধন।

হবে না তুমি কিন্তু সৎ ছেলের বাবা

পাবে না সংসারে প্রাপ্য বাহবা।

সারাদিন কষ্ট করে দিনের শেষে

চিত্ত হবে না স্থির তোমায় ভালোবাসে

যদি তুমি আদর্শ নারী চাও

প্রকাশ্য গোপনে প্রভুকে ভয় পাও।

করিও না কারো সাথে কভু ব্যভিচার

দিও না পরস্ত্রীর প্রতি পাপের নজর,

রাস্তায় সুন্দরীর প্রতি থেক না চেয়ে

যৌবনে পাপের ভার চলো না বয়ে। মনকে দৃঢ় কর, দৃষ্টি কর নীচু

ছাত্র জীবনে নিও না কারো পিছু

তুমি যদি সৎ পথে স্থির থাক ভাই

তোমার সংসারে তবে কোন কষ্ট নেই।

 তুমি যেমন তেমনি পাবে তোমার সঙ্গীনি

 এটাই সত্য কথা মহান ইসলামের বাণী।।


২।

গাজী সালাহউদ্দিন

আজ মুসলিম স্মরন করহ নাম গাজী সালাহউদ্দিন

জেরুজালেমে মুসলিমের জয়ে বিশ্বে এল প্রাণ

ভুলে গিয়ে কি লাভ আজ ক্রুশেডের ইতিহাস

আমরা ছিলাম অজেয় জাতি বিশ্ব একপাশ

খৃষ্ট বিশ্ব পায় নাই সহসা বিজয়ের উচ্ছ্বাস

ওরা ছিল পরাজিত আমাদের পদপআশ।

কোন সেনানী পারেনি নিতে জয়ের মালা গলে

শাষন করেছি সারা দুনিয়ার বিস্তৃত অঞ্চলে

আজকের ঐ ইঊরোপ আফ্রিকার চারপাশ

দানিছে উপঢোকন পদপাশে রাশরাশ ।।

তিনি মোদের মহান নেতা গাজী সালাহউদ্দিন

বাতিলের জাল ছিন্ন ভিন্ন,চির উর্ধ্বে দ্বীন

বাতিলের ভিত নড়ে চিরদিন হকের আন্দোলনে

নির্ভীক চিত্তে খোদার রাহে প্রাণে সাহস এনে,

যদিগো পার নামতে ময়দানে মুসলিম সেনাদলে

দেখবে মোদের সেই অগ্রগতি ধরণীর অঞ্চলে ।।

জনপদে যেন কত শিশুর আজ আর্ত চিৎকার

শুনতে পাওনি কি গভীর নিশীথে একবার

আজ মা বোনদের চাপাক্রন্দণ সকলের অগোচরে

কি দিবে জবাব সেদিন মহান প্রভুর দরবারে।।

লক্ষ লক্ষ চাই না নেতা এক নেতা চাই

শত জনের শত নীতিতে কোন কল্যান নেই।

কোটি মানুষের চাই এক মনোভাব দীলের একতা

চাই না বিভেদ ফেরকাবাজী সকলে সবজান্তা

মিশরের সেনাপতি বিশ্বের হয়ে হলেন কন্ডারী 

তাঁরি আদর্শে মুগ্ধ হলেন সকল পুরুষ নারী

এলো মদের প্রলোভন আর পাতা নারী ফাঁদ

শত ষড়যন্ত্রের জাল পাতল খৃষ্ট জগত

আজ জানা নেই মম মুসলমানদের ত্যাগের ইতিহাস,

ত্যাগের কারনে পদ চুম্বিছে সম্পদ রাশ রাশ ।।

ওগো আদর্শের অগ্রজ ওগো ভীষণ ঈমানদার

উঁচু আদর্শে খান খান হল ছক বাতিলের

আপন স্বার্থ করেছেন ত্যাগ বিরাট স্বার্থ হেতু

তাই তো বিশাল বাতিল জগত সদাই হয়েছে ভীতু

সেদিন যদি করতেন আপস ফ্রেডারিকের সাথে 

তবে মুসলিম হত না সেরা বিশ্বের রাজপথে

কোটি কোটি মানব আছে মহামানব একজন

কোটি কোটি মানব আছে আদর্শিক কয়েকজন

মুমিন মুসলমান বীরের জাতি নির্ভীক চিরদিন ।

 মুসলিম, থাকতে পারে না বন্দি অন্ধকারে

প্রাণ যেন গো করে ছটফট অরুনের তরে

যে জাতি পেয়েছে নূর -কেমন করে তাঁরা

বন্দি রবে অন্ধকারে,রাজ্যে রবে রাজ্যহারা

আল্লাহর যমীনে মানি না আইন কোন বাতিলের

চাই চাই একক আইন মহান মালিকের ।।

গাজী সালাহউদ্দিন

ক্লাশ শেষে ফেরার পথে দেখলেন একদিন

দস্যু দল করছে হজ্জ কাফেলার পথরোধ

সামানা সব ছিনিয়ে নিল প্রাণে করল বধ

ছিল না তার কোন উপায় তাকায়ে দেখলেন শুধু

হাত তুলে খোদার কাছে “ওগো আমার প্রভু,

এই মুসলিম নির্যাতিত বাতিলের কাছে যেন

বিশ্বে এরূপ দৃশ্য দেখে হ্রদয় তার খান খান

“এরূপ কবুল করগো আমায় যেন গো আমি

গৌরব রবি আনতে পারি যা অস্তগামী,

জেরুজালেম নিশ্চিত আমি করব পুনরুদ্ধার

আবার হবে নির্বিঘ্ন সেথায় মুসলমানদের দ্বার

ইনিই সেই মহান নেতা গাজী সালাহউদ্দিন

এনেছিলেন ছিনিয়ে বিজয় জেরুজালেমে পুনঃ।।।


৩।

নিত্যপণ্যের দাম

দাম যে বাড়ছে নিত্যপণ্যের মানুষ যাবে কোথা

আহাজারি হাহাকার সবি যে আজ বৃথা,

বাজারে গেলে মাথায় হাত ভীত জণগণের,

বাংলাদেশের গরীব মানুষ নিবে কেমনে ভার,

দিন আনে যারা দিন খায় তারা কি খাবে

যাদের নেই উপার্জন তাঁদের কি বা হবে ।

এমনি করে চলতে গেলে দেশ হবে দেউলিয়া

দিন দিন কত কথা হচ্ছে সিন্ডিকেট নিয়া

তাদের কানে যায় না পানি তারা বেপরোয়া

যুদ্ব্ আর মহামারীর নামে তুলছে তারা ধোঁয়া ।

অসুদপায়ে গুদামজাত করছে নিত্যদিন

অবৈধ এই কালোবাজারির কে করবে সন্ধান ।


Jane Smith

Itaque quidem optio quia voluptatibus dolorem dolor. Modi eum sed possimus accusantium. Quas repellat voluptatem officia numquam sint aspernatur voluptas. Esse et accusantium ut unde voluptas.